প্রথম সেশনে চোখ বাংলাদেশের

টসের ফলাফলে ব্যাটিং বা বোলিং যেটাই করতে হোক, মিরপুর টেস্টের প্রথম সেশনটা ভালো করতে চায় বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের মতে, প্রথম সেশন পক্ষে এলে ম্যাচটাও নিয়ন্ত্রণ করা তাদের জন্য সহজ হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 12:27 PM
Updated : 28 July 2015, 12:27 PM

টেস্ট ম্যাচের প্রথম সেশন অনেকটাই ঠিক করে দেয় ম্যাচের গতিপথ। অনেক সময় গড়ে দেয় পুরো ম্যাচের ভাগ্য। মিরপুর টেস্টের আগে মঙ্গলবার শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে তামিমও বললেন শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ।

“প্রথম সেশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরুতে বোলিং বা ব্যাটিং যেটাই করি না কেন, ভালো করতে হবে। শুরুটা ভালো করতে পারলে পরে সেই ছন্দ ধরেই এগিয়ে যেতে হবে। আশা করি, ভালো একটি টেস্ট ম্যাচ আমরা উপহার দিতে পারব।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গে বেশ ক’বারই প্রথম সেশন আর ভালো শুরুর প্রসঙ্গ এনেছেন তামিম। সেটাতেই ইঙ্গিত মিলছে, শুরুটা ভালো করতে কতটা মরিয়া বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।