পছন্দের শট খেলে আউটেও আক্ষেপ নেই তামিমের

চট্টগ্রাম টেস্টে যেভাবে আউট হয়েছিলেন তামিম ইকবাল, তাতে আক্ষেপ আছে তার নিজেরও। তবে পছন্দের শট খেলতে গিয়ে আউট হলে কোনো দুঃখ নেই বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 12:01 PM
Updated : 28 July 2015, 12:01 PM

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ছিল মন্থর। বল ব্যাটে আসেনি ভালোভাবে। এই ধরনের উইকেট বোলারদের জন্য যেমন কঠিন, ব্যাটসম্যানদের জন্যও তেমনি শট খেলা কঠিন। তামিম ব্যাটিংও করছিলেন উইকেট বুঝেই। এমনিতে স্ট্রোকপ্রিয় হলেও চট্টগ্রামে শট বেশি খেলেননি। ১১৯ বলে ছুঁয়েছিলেন ফিফটি, চার ছিল তাতে মাত্র দুটি।

তবে তামিমের এই অসাধারণ ধৈর্য্য শেষ হয়েছিল বাজেভাবে। অনিয়মিত বাঁহাতি স্পিনার ডিন এলগারের ফুলটসে সুইপ করতে গিয়ে হয়েছিলেন বোল্ড।

মিরপুর টেস্ট শুরুর আগে শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে তামিম বললেন, এই শট নিয়ে আক্ষেপ আছে তারও।

“পুরো ইনিংসে মনে হয় ওই একটা বলেই ভুল শট খেলেছিলাম। অবশ্যই ওই শট খেলা আমার উচিত হয়নি। এছাড়া আর কিছু ভুল হয়নি। অবশ্য আউট হওয়ার জন্য একটা বল বা একটা ভুলই যথেষ্ট।”

ভুলটা স্বীকার করলেও সঙ্গে যোগ করছেন, আপোস করবেন না নিজের ব্যাটিং দর্শনের সঙ্গে।

“অবশ্যই চেষ্টা করব মিরপুরে দেখে শুনে খেলতে। তবে শুধু দেখে খেললেই তো হবে না, নিজের শটগুলিও খেলতে হবে। আমি যদি পছন্দের শট খেলতে গিয়ে আউটও হই, তাহলে কোনো দুঃখ নেই আমার।”