তামিমের উইকেট এখনও উপভোগ করছেন এলগার

এমনিতে ডিন এলগারের মূল পরিচয় ব্যাটসম্যান। তবে চট্টগ্রাম টেস্টে বল হাতে ফিরিয়েছেন তামিম ইকবালকে। প্রোটিয়া ওপেনারকে দারুণ তৃপ্তি দিয়েছে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানের উইকেটটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 03:17 PM
Updated : 27 July 2015, 03:17 PM

বাঁহাতি ওপেনার এলগার দলের প্রয়োজনে মাঝে মধ্যে করেন বাঁহাতি স্পিন। চট্টগ্রাম টেস্টে তার কাছে দলের এই বাড়তি চাওয়া পূরণ করেছেন দারুণভাবে। তামিম ও মাহমুদউল্লাহর তৃতীয় উইকেট জুটিতে বড় একটা রানের পথে এগিয়ে চলছিল বাংলাদেশ। বল হাতে নিয়ে দ্বিতীয় ওভারে ৮৯ রানের এই জুটি ভাঙেন এলগার। নিচু হয়ে যাওয়া ফুলটস মতো বলটিতে সুইপ করতে গিয়ে বোল্ড হন তামিম।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এলগার জানালেন, ওই উইকেটের রেশ এখনও আছে তার মনে।

“উইকেট পেতে সবসময়ই ভালো লাগে। তবে এটি আরও বেশি ভালো লেগেছে, কারণ ওই সময় উইকেটটি দারুণ গুরুত্বপূর্ণ ছিল। তামিম ও মাহমুদউল্লাহর একটি ভালো জুটি গড়ে উঠেছিল।”

উইকেটটি পেয়েছেন নিরীহ এক বলে। বেশিরভাগ সময়ই হয়তো ওই বলকে বাউন্ডারিতে পাঠাবেন তামিম। কিন্তু সেদিন বোল্ড হয়েছিলেন লাইন মিস করে। ভাগ্যকে পক্ষে পাওয়ার কথা স্বীকার করে হাসলেন এলগার নিজেও।

“অবশ্যই ভাগ্য আমার পক্ষে ছিল। ইয়র্কার মতো বলটিতে তামিম সুইপ খেলতে গিয়েছিল। যাই হোক, বল হাতে দলে কিছু অবদান রাখতে পারাও দারুণ।”