ঢাকা টেস্ট নিয়েও শঙ্কা এলগারের

আকাশের অঝোর ধারায় কান্নায় বিষণ্ণ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মনও। মাঠে নামতে না পেরে হতাশ অতিথিরা। অবিরাম বৃষ্টি দেখে ওপেনার ডিন এলগার মজা করে বলছেন, আর কখনো বুঝি ক্রিকেটই খেলতে পারবেন না তারা!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 02:56 PM
Updated : 27 July 2015, 02:56 PM

বৃষ্টির চোখ রাঙানির মাঝেও চট্টগ্রাম টেস্টের প্রথম তিন দিন মোটামুটি খেলা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে শেষ দুই দিন একটি বলও গড়ায়নি মাঠে। চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেও পাল্টায়নি চিত্র। সোমবার প্রথম অনুশীলন সেশনটাই দুই দলকে কাটাতে হয়েছে ইনডোরে।

অনুশীলনের আগে শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে মাঠে নামতে না পারার হতাশা লুকালেন না দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার।

“আমাদের জন্য এটি খুবই হতাশার। মনে হচ্ছে, চট্টগ্রাম থেকে এখানেও বৃষ্টি আমাদের অনুসরণ করেছে। অবস্থা দেখে মনে হচ্ছে আর কখনোই হয়তো আমরা ক্রিকেট খেলতে পারব না! খুবই হতাশার।”

তবে পেশাদার ক্রিকেটারদের তো আর প্রকৃতির কাছে হার মেনে হতাশ হয়ে বসে থাকার জো নেই। ইনডোরের অনুশীলনকেই তাই কাজে লাগাতে চাইছেন প্রোটিয়া ওপেনার।

“আবহাওয়া তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু করারও নেই এটা নিয়ে। আমাদের এর মধ্যেই যতটা সম্ভব প্রস্তুতি নিতে হবে। ইনডোরে অনুশীলন হবে। সেটাই যতটা সম্ভব কাজে লাগাতে হবে।”

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।