ভারতে দ. আফ্রিকার সফরে ৪ টেস্ট

আসন্ন ভারত সফরে প্রথমবারের মতো চার টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। উপ-মহাদেশে তাদের দীর্ঘতম সফরে পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দেশটি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 12:04 PM
Updated : 27 July 2015, 12:06 PM

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) সোমবার ৭২ দিনের এই সফরসূচি প্রকাশ করে।
 
২ সেপ্টেম্বর দিল্লিতে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ভারত-মিশন। কানপুরে ওয়ানডে সিরিজ শুরু ১১ অক্টোবর। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৫ নভেম্বর, মোহালিতে।
 

১৪ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে ব্যাঙ্গালোরে। সব কিছু ঠিক থাকলে এখানেই নিজের শততম টেস্টটি খেলবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। 
সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি ডি ভিলিয়ার্স। আর না হলে এখানেই তার শততম টেস্ট খেলা হয়ে যেত। একই সঙ্গে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলতেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক থেকে টানা টেস্ট খেলার শতক হয়ে যেত তার।  
নাগপুরে হবে সিরিজের তৃতীয় টেষ্ট। আর দিল্লিতে ৩ ডিসেম্বর শুরু হওয়া চতুর্থ টেস্ট খেলে সফর শেষ করবে দক্ষিণ আফ্রিকা।