মাশরাফির মুস্তাফিজ-বন্দনা

চারদিক থেকে প্রশংসা-বৃষ্টি ঝরছে মুস্তাফিজুর রহমানের ওপর। এর মধ্যে এক জায়গা থেকে আসা একটি প্রশংসা হয়ত তরুণ এই বাঁহাতি পেসারকে একটু বাড়তি আলোড়িতই করবে। বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকাকে নিয়ে নিজের ফেইসবুক পাতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2015, 02:18 PM
Updated : 25 July 2015, 02:18 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি-বিঘ্নিত প্রথম টেস্টে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুস্তাফিজ।

চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের তরুণ পেসার। এর মধ্যে এক ওভারেই শিকার করেন তিন উইকেট।

শনিবার চট্টগ্রাম টেস্টের শেষ দিনে তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

মাশরাফি নিজের ফেইসবুক পাতায় মুস্তাফিজের প্রশংসা করে আশা প্রকাশ করেন, বাঁহাতি এই পেসারের কাছ থেকে আগামী দিনে বাংলাদেশের ক্রিকেট আরও অনেক কিছুই পাবে।

অভিষেক টেস্টে ম্যাচ সেরা হয়ে দারুণ এক ইতিহাস গড়েন মুস্তাফিজ। টেস্ট ও ওয়ানডেতে অভিষেকেই ম্যাচ সেরা হওয়া প্রথম ক্রিকেটার হয়ে যান তিনি।

১৮ জুন ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকেই ৫০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুস্তাফিজ।

ওয়ানডেতে অনেক দিন থেকেই অসাধারণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। রঙিন পোশাকের এই পারফরম্যান্সের অনুবাদ এবার সাদা পোশাকেও করতে শুরু করেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হলেও ম্যাচের বেশিরভাগ সময়েই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই।

মাশরাফি বিন মুর্তজা টেস্টে বাংলাদেশের এই পারফরম্যান্সেরও প্রশংসা করেন।

“আধিপত্য দেখিয়ে এই ড্রর জন্য সতীর্থদের অভিনন্দন। পরে মাঠে তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত উপভোগ কর।”