একটা বড় ইনিংসের আশায় মুশফিক

রানে ফেরার তাগিদটা নিজেই অনুভব করছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, একটা বড় ইনিংস খেললেই ফিরবেন আগের ফর্মে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2015, 02:01 PM
Updated : 25 July 2015, 02:01 PM

এই তো, কিছুদিন আগেও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন মুশফিক। ব্যাটে রানের এমন জোয়ার ছিল যে, আলোচনা হচ্ছিল তিনিই বাংলাদেশের সবসময়ের সেরা ব্যাটসম্যান কিনা। কিন্তু ভরা জোয়ারের মাঝে আচমকাই ভাটার টান। মুশফিকের ব্যাটে নেই বড় রান।
 
গত এপ্রিলে পাকিস্তান সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ৬৫ রানের ইনিংসটির পর টানা ১৪ ইনিংসে নেই পঞ্চাশ। এই ১৪ ইনিসের ১০ বারই ছুঁয়েছেন দু অঙ্ক। কিন্তু সম্ভাবনাময় ইনিংসগুলোর হতাশাময় অপমৃত্যু হয়েছে বারবার। টেস্টে পঞ্চাশ নেই টানা ১১ ইনিংস।
 
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলছে না। চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিক নিজেও শোনালেন নিজের উপলব্ধির কথা।
 
“শেষ বেশ কিছু ইনিংস আমি নিজেই পছন্দ করতে পারছি না। একটু হতাশাজনক তো বটেই। ইনিংস বড় করতে পারছি না। এটা আমারও ভাবনায় আছে।”
 
টেস্টে আপাতত আর কিপিং করছেন না মুশফিক। শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলছেন। বাড়তি সেই তাগিদটার কথা বললেন।
 
“আমাদের কাছে দলের প্রত্যাশা আছে। অধিনায়ক হিসেবে, সিনিয়র ক্রিকেটার হিসেবে দল কিছু চায়। তাছাড়া এখন যেহেতু শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলছি, এজন্য রানে ফেরাটা আরও জরুরি।”
 
মুশফিকের বিশ্বাস, সেই ফেরাটা হবে শিগগিরই।
 
“ঢাকা টেস্টে দুটি ইনিংস আছে। একটা ইনিংস যদি বড় করতে পারি, আমার ধারণা তাহলেই আবার আগের মতো রানে ফিরতে পারব।”