রাবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 12:19 PM
Updated : 6 July 2015, 12:19 PM

সোমবার সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাতীয় পতাকা উত্তোলনের পর বৃক্ষরোপণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিশ্ববিদ্যালয় প্রশাসন।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনের প্যারিস রোড থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া দিবসটি উপলক্ষে সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।