আন্দোলনরত শিক্ষকদের বাধায় শাবির সিন্ডিকেট সভা পণ্ড

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাধায় পণ্ড হয়ে গেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 02:32 PM
Updated : 29 June 2015, 02:33 PM

সোমবার বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা হওয়ার কথা থাকলেও শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে সেখানে ঢুকতে পারেননি সিন্ডিকেট সদস্যরা।

উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতিদিনের মতো সকাল থেকেই উপাচার্য ভবনের সামনে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ শিক্ষকরা ব্যানার টানিয়ে সেখানে অবস্থান নেয়।

উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে (সোমবার) তো শিক্ষকরা ওখানে বসে আছেন, তাই আমরা ওই ভবনে প্রবেশ করতে পারি নাই। প্রবেশ করতে পারলে হয়ত নির্ধারিত সভাটি করতে পারতাম।

“আমাদের হাতে কোনো কাগজপত্রও ছিল না যে আমরা অন্য কোথাও বসে সভাটি করে ফেলব।”

বিশিষ্ট ব্যক্তিবর্গের অনুরোধে সিন্ডিকেট সভাটি আপাতত বাতিল করা হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, “আশা করছি শিগগিরই সভাটি করতে পারব।”

এদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষকদের নেতা অধ্যাপক সামসুল আলম।