চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের ১৭৬ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2015, 04:21 PM
Updated : 26 June 2015, 05:07 PM

শুক্রবার বিকালে নগরীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৫১ তম যৌথ সভায় এই বাজেট অনুমোদন করা হয়।

এছাড়াও সভায় ২০১৪-১৫ অর্থবছরের ১৭৩ কোটি টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে বলে চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় চবির ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরী আগামী অর্থ বছরের  ১৭৫ কোটি ৬০ লাখ টাকার ও ২০১৪-১৫ অর্থ বছরের ১৭৩ কোটি দুই লাখ টাকার বাজেট উত্থাপন করেন।

সভায় বাজেট অনুমোদন দিয়ে উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যে বরাদ্দ দেয় তা চাহিদার তুলনায় অপ্রতুল।

বাজেটে ছাত্র-শিক্ষকদের অ্যাকাডেমিক উন্নয়ন ও ছাত্র সহায়ক তহবিলে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে উপাচার্য  বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।