তোলারামে ছাত্রজোটের উপর ফের হামলা, আহত ৩

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আবারও প্রগতিশীল ছাত্রজোটের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ছাত্রলীগের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2015, 02:44 PM
Updated : 24 June 2015, 02:44 PM

বুধবারের এই হামলায় ছাত্রজোটের তিন নেতা আহত হন বলে জানান ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহিদ সুজন।

আহতরা হলেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পী, নারায়ণগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস ও গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা সম্পাদক মিনহাজুল হক নাহিদ।

আহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেন ছাত্রজোটের এ নেতা।

এদিকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্যই ছাত্রজোটের নেতারা পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ছাত্রলীগের।

জাহিদ সুজন বলেন, বুধবার তিনিসহ প্রগতিশীল ছাত্রজোটের কয়েকজন তোলারাম কলেজে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে যান।

“এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও পিয়াসসহ ১০/১৫ জন যুবক লাঠি ও রড নিয়ে কলেজের মূল গেইটের বাইরে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন ওই তিন ছাত্রনেতা ।”

তবে হামলার কথা অস্বীকার করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি দাবি করেন ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতেই প্রগতিশীল ছাত্র জোটের নেতারা পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ছাত্রলীগ কর্মীরা প্রগতিশীল ছাত্রজোটের নেতাদের উপর হামলা করেছে স্থানীয়দের কাছ থেকে এমন খবর শুনেছেন।

তবে, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

এর আগে গত ১৭ জুন সরকারি তোলারাম কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ, সকল ছাত্রসংগঠনের সহ অবস্থানের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলায় ২০ জন আহত হয়।