দিনাজপুরে পাসের হারে মেয়েরা এগিয়ে, জিপিএতে ছেলেরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 09:04 AM
Updated : 30 May 2015, 11:25 AM

এবছর এসএসসিতে এই বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৫০ শতাংশ, যেখানে গত বছর ছিল ৯৩  দশমিক ২৬ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৮৪২ জন। 

এর মধ্যে ছাত্র বেশি, ৫ হাজার ৮৭১ জন।

অন্যদিকে ৪ হাজার ৯৭১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

তবে পাসের ক্ষেত্রে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে ৮৫ দশমিক ৬২ এবং ছাত্রদের মধ্যে ৮৫ দশমিক ৩৯ শতাংশ পাস করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এক লাখ ২৬ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৮১ হাজার ৮৯ জন পাস করেছেন।

৩২০টি স্কুলে পাসের হার শতভাগ। একজনও পাস করেনি এমন স্কুল পাঁচটি।