জবি শিক্ষিকাকে নির্যাতন: কুবি শিক্ষকদের নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক শিক্ষিকার উপর হামলার প্রতিবাদ ও নিন্দা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 10:03 AM
Updated : 28 April 2015, 10:03 AM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষিকার উপর জঘন্যভাবে শারীরিক নির্যাতন করে, যা যৌন নিপীড়নের সমতুল্য।

ওই ঘটনা অত্যন্ত ‘ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য’।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিজ্ঞপ্তিতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে নারীর উপর নিপীড়নের ঘটনায়ও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের পক্ষে অর্ধশত শিক্ষক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।