রাবিতে আম্পায়ারদের কুশপুতুল দাহ

বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনাল ম্যাচের ‘নো বলের’ বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার প্রতিবাদে আম্পায়ারদের কুশপুতুল পুড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2015, 02:44 PM
Updated : 21 March 2015, 02:44 PM

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রুবেল হোসেনের করা সঠিক বলটিকে ‘নো’ ডাকার পর খেলার মোড় ঘুরে, যার পরিণতিতে ভারতের জয় নিশ্চিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিদ্ধান্তটিকে আম্পায়ারদের ‘ফিফটি-ফিফটি কল’ বলে অভিহিত করলেও এর কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনে তাদের কুশপুতুল পুড়ায় ক্রিকেটভক্ত শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে ‘ক্রিকেটের অনিয়ম, মানি না, মানবো না’, ‘আম্পায়ারদের বিচার চাই, করতে হবে করতে হবে’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে খেলা পরিচালনা করে বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারিয়েছে।

আম্পায়ারদের সুষ্ঠু বিচারের দাবি করে ক্রিকেট কাউন্সিলকে স্বচ্ছ ও নিরপেক্ষ খেলা পরিচালনা করার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে পাকিস্তানি আম্পায়ার আলীম দার এবং ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গৌলে।ডর কুশপুতুল পুড়ানো হয়।