ইবির ক্লাশ-পরীক্ষা চালুর দাবি শিক্ষার্থীদের

প্রায় তিন মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাশ-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2015, 02:32 PM
Updated : 14 March 2015, 02:32 PM

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম ও প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় আগামী ১৭ মার্চের মধ্যে ক্লাস পরীক্ষা চালু করা না হলে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালনেরও ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।

আগামী ১৮ মার্চ উপাচার্যসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা ক্যাম্পাসে আসবেন, এ সময় দাবির বিষয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের দেখা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত বছরের ৩০ নভেম্বর দুর্ঘটনায় এক ছাত্র নিহতের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ব্যাপক তাণ্ডবের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।