জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতক সম্মান প্রথম বর্ষের ফল প্রকাশিত হয়েছে, যাতে উত্তীর্ণ হয়েছেন ৮৬ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 11:34 AM
Updated : 4 March 2015, 11:34 AM

বুধবার সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক লাখ ৫৭ হাজার ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৩৬ হাজার ২৫৪ জন পাস করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল থেকে nu লিখে স্পেস দিয়ে H1 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ১৫ নভেম্বর প্রথম বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়।