নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১ মার্চ

নোয়াখালী বিজ্ঞান ও ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ২২ থেকে ২৬ ফেবুয়ারির পরিবর্তে ১ থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2015, 11:12 AM
Updated : 17 Feb 2015, 11:12 AM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১ মার্চ সকাল ৯টা থেকে গ্রুপ ‘এ’ এর মেধাতালিকা ১ থেকে ৩০০ পর্যন্ত ভর্তি চলবে।

২ মার্চ সকাল ৯টা থেকে গ্রুপ ‘এ’ এর মেধাতালিকা ৩০১ থেকে ৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্বঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ১০ জন।

৩ মার্চ সকাল ৯টা থেকে গ্রুপ ‘বি’ এর মেধাতালিকা ১ থেকে ৩০০ পর্যন্ত।

৪ মার্চ সকাল ৯টা থেকে গ্রুপ ‘বি’ মেধাতালিকার ৩০১ থেকে ৬০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্বঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ১০ জন।

৫ মার্চ সকাল ৯টা থেকে গ্রুপ ‘সি’ মেধাতালিকার ১ থেকে ১০০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্বঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত ও উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ০২ জন।

৫ মার্চ দুপুর ১২টা থেকে গ্রুপ ‘ডি’ মেধাতালিকার বিজ্ঞান ১ থেকে ১০০ পর্যন্ত, বাণিজ্য ১ থেকে ৮০ পর্যন্ত, মানবিক ১ থেকে ৬০ পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় নতুন ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত এবং উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী (বিজ্ঞান/বাণিজ্য) এবং উপজাতি কোটায় মেধাতালিকার প্রথম ৫ জন (বিজ্ঞান/বাণিজ্য)।

আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধাক্রমানুসারে ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।