বাউবি স্নাতকে পাশ ৭৩ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত তিন বছর মেয়াদী ২০১৩ সালের বিএ/বিএসএস (পাস) চূড়ান্ত পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে। পাশের হার ৭৩ দশমিক ৮২ শতাংশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2015, 03:43 PM
Updated : 16 Feb 2015, 03:43 PM

ইতিহাস বিকৃতি: বাউবি ভিসিসহ ৮ জনের জামিন

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৯ হাজার ২০৮ জন, উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৯৪৩ জন।

উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৫ হাজার ৪০২, পাশের হার শতকরা ৭২ দশমিক ৭১। মহিলা শিক্ষার্থী ১৩ হাজার ৫৪১ এবং পাশের হার শতকরা ৭৫ দশমিক ১৩।

একইসঙ্গে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের দুই লাখ ৪০ হাজার ৫০৯ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল বাউবির সকল উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল bou.ac.bd  এবং সিমেস্টারভিত্তিক ফলাফল exam.bou.edu.bd তে পাওয়া যাবে।

এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।