ধর্মঘটে চবির ক্লাস-পরীক্ষা বন্ধ

বিএনপি জোটের অবরোধের মধ্যে ছাত্রদলের ডাকা দুই দিনের ধর্মঘটের প্রথমদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেন ও শিক্ষকদের বাস চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2015, 07:33 AM
Updated : 21 Jan 2015, 07:33 AM

ছাত্র-শিক্ষকরা আসতে না পারায় বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।  

সকালে নগরীর ষোলশহর স্টেশনে শাটল ট্রেনের জন্য অপেক্ষার পর অনেক শিক্ষার্থীকে ফিরে যেতে দেখা যায়।

স্টেশন মাস্টার এ কে এম ফরহাদুজ্জামান জানান, নাশকতার আশঙ্কায় কর্তৃপক্ষের নির্দেশে শাটল ট্রেন বন্ধ রাখা হয়েছে।

এদিকে শিক্ষক বাস বন্ধ রাখায় কোনো ক্লাস-পরীক্ষা নেওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ-উদ-দৌলাহ।

ছাত্রদল নেতাকর্মীদের ‘গুম, খুন, গ্রেপ্তার’ এবং শিক্ষাঙ্গনে ছাত্রলীগের ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের’ প্রতিবাদে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল বুধ ও বৃহস্পতিবার এই ধর্মঘটের কর্মসূচি দিয়েছে।