কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ও 'সি' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2014, 10:43 AM
Updated : 20 Dec 2014, 11:09 AM

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এ পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা কমিটি ‘বি’ ইউনিটের আহ্বায়ক মাসুদা কামাল জানান, ‘বি’ ইউনিটে ছয়টি বিভাগে ৩৩০টি আসনের বিপরীতে ১১ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে তিন হাজার ৭৬১ জন পরীক্ষার্থী পাশ করেছে।

‘সি’ ইউনিটের আহ্বায়ক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, 'সি' ইউনিটের চারটি বিভাগে ২৩০টি আসনে ১৯২ জন বাণিজ্য থেকে, ২৩ জন বিজ্ঞান থেকে, ১৫ জন আর্টস থেকে ও বিভিন্ন কোটা থেকে ১৪ জনকে ভর্তি করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়।

মজিবুর রহমান বলেন, “আমরা তিনটি ইউনিটেরই ফল প্রকাশ করেছি। শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।”