আতশবাজি আর ফানুস উড়িয়ে ঢাবিতে বিজয় উদযাপন

আতশবাজি, ফানুস ওড়ানো, মশাল মিছিলসহ নানা আয়োজনে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৩ বছর পূর্তি উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 04:42 AM
Updated : 16 Dec 2014, 04:42 AM

বিজয় উদযাপনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকে টিএসসি চত্বর ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়।

রাত ১১টা ৫৯ মিনিটে রাজু ভাস্কর্য চত্বরে আতশবাজিতে বিজয় উদযাপন করে মুক্তিযুদ্ধর চেতনায় প্রতিষ্ঠিত ‘স্লোগান ৭১’ নামের একটি সংগঠন।

আকাশে একটি পর একটি আতশবাজির আলোর ফুলঝুড়ি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মানুষ।

একই সময়ে টিএসসিতে ফানুস উড়িয়ে ও প্রদীপ জ্বালিয়ে বিজয় উপযাদপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। পরে বিভিন্ন সংগঠন বিজয় মিছিল বের করে।

এর আগে রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি একাত্তরে শহীদের স্মরণে টিএসসিতে মশাল মিছিল করে।

এসব আয়োজনের পাশাপাশি সন্ধ্যা থেকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অনুষ্ঠানে মুখর ছিল টিএসসি।

বিকালে ‘অনলাইনে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি সংসদ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক বির্তক অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে ৪৪টি স্মারক বৃক্ষ রোপণ করে বিজয়ের ৪৪তম বছরে পদার্পণকে স্মরণীয় করে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ।