পুরস্কার পেলেন ঢাবির ৬ প্রতিবেদক

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় প্রতিবেদক পেয়েছেন ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 12:04 PM
Updated : 26 Nov 2014, 12:42 PM

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এবার অনলাইন ও প্রিন্ট মিডিয়া- এই দুই ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মতিউর তানিফ, দ্বিতীয় বাংলাদেশ প্রতিদিনের ফরহাদ হাসান, তৃতীয় আমাদের সময়ের সানাউল হক সানি এবং চতুর্থ হয়েছেন নয়াদিগন্তের তৌহিদুর রহমান। 

এছাড়া অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বাংলানিউজের মাহমুদুল হাসান এবং দ্বিতীয় হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুজন কুমার মণ্ডল।

ক্যাম্পাসে তরুণ সাংবাদিকদেরকে উৎসাহিত করতে পুরস্কার হিসেবে দুই বিভাগের প্রথম পুরস্কার প্রাপ্তরা পেয়েছেন ২৫ হাজার টাকা করে।

এছাড়া দ্বিতীয় ১৫ হাজার টাকা, তৃতীয় ১২ হাজার টাকা এবং চতুর্থকে ১০ হাজার টাকার চেকসহ  ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সভাপতি রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান ।