দায়িত্ব হস্তান্তর করতে পারছেন না শাবি প্রক্টর

মেয়াদ শেষে দুই দিন পেরিয়ে গেলেও উপাচার্য দেশের বাইরে থাকায় দায়িত্ব হস্তান্তর করতে পারছেন না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়।

শাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 07:18 PM
Updated : 25 Nov 2014, 07:18 PM
তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ নভেম্বর তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রক্টরের কাছে দায়িত্ব হস্তান্তর করতে তিনি প্রস্তুত।

“কিন্তু প্রক্টর নিয়োগের এখতিয়ার শুধু উপাচার্য মহোদয়ের। অন্য কেউ তো নিয়োগ দিতে পারেন না। স্যার দেশের বাইরে আছেন। আশা করি স্যার এলেই আমি আমার দায়িত্ব হস্তান্তর করতে পারব।”

তবে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া ফেরার আগ পর্যন্ত প্রক্টরের দায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার আধিপত্য বিস্তারের চেষ্টায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরুর আগে ও সংঘর্ষের ঠিক পরেই উপাচার্যের বিদেশ সফর নিয়ে অনেক শিক্ষকই ক্ষুব্ধ।