খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই যুগ পূর্তি

উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই যুগ পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 12:04 PM
Updated : 25 Nov 2014, 12:04 PM

মঙ্গলবার এ উপলক্ষে ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বরে রক্তদান কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এরপর নগরীর শিববাড়ী মোড় থেকে পদযাত্রাসহ নানা রংয়ের ফেস্টুন, ব্যানারসহ বর্ণাঢ্য র‌্যালি বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। র‌্যালিটি ময়লাপোতা হয়ে রয়্যাল চত্ত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্র-বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানসহ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিল, বিকেলে শহীদ মিনার চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় শহীদ মিনার, অদম্য বাংলা ও কটকা স্মৃতি সৌধে প্রদীপ প্রজ্জ্বলন, রাতে নতুন প্রশাসনিক ভবন, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও হলগুলোতে রাতে আলোকসজ্জা এবং হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।