তিন মাস পর খুলেছে চবির সোহরাওয়ার্দী হল

প্রায় তিন মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 02:11 PM
Updated : 23 Nov 2014, 02:11 PM
রোববার দুপুর আড়াইটার দিকে হলটি খুলে দেওয়া হয় বলে হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার সাঈদ জানান।  

গত ২৪ অগাস্ট ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগ কর্মীদের গোলাগুলির পরদিন সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে ১৩টি পেট্রোল বোমা, একটি দা ও বেশ কিছু পাথর উদ্ধার করে পুলিশ।

এরপর শিবিরের শক্ত অবস্থান থাকা হলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

প্রাধ্যক্ষ আনোয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে হল খুলে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম। বিকাল সাড়ে ৫টা পর‌্যন্ত মাত্র ২৭ জন শিক্ষার্থী হলে উঠেছে।  

“বন্ধের আগে বৈধ শিক্ষার্থীদের মধ্যে যাদের ছাত্রত্ব ছিল শুধু তারাই হলে উঠতে পারবে। বাকি আসন বরাদ্দের জন্য ২৫ ও ২৬ নভেম্বর সাক্ষাতের দিন ধার্য্য করা হয়েছে।”

সোহরাওয়ার্দী হলে বৈধ শিক্ষার্থীর সংখ্যা ৩৭৫ জন।

চলতি বছরের ১২ জানুয়ারি ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে এক শিবির কর্মী নিহত হওয়ার পর শাহ আমানত হল বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার ওই হলও খুলে দেওয়া হয়।