জগন্নাথ হলে ‘আটকে’ রাখা যুবক উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ, যাকে একদিন আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

ঢাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 07:41 PM
Updated : 19 Nov 2014, 07:41 PM

বুধবার বিকালে সুকুমার নামে ওই যুবককে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দেওয়া সুকুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বহিরাগত হিসেবে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত জগন্নাথ হলে ছিলেন তিনি।

মঙ্গলবার বিকালে জগন্নাথ হলের মাঠে ফুটবল খেলতে গেলে পূর্বপরিচিত এক কর্মচারীর ছেলে জনি পাল তাকে ২২৭ নম্বর কক্ষে উদয় সাহার কাছে নিয়ে যান বলে তিনি জানান।

সুকুমার বলেন, “উদয় সাহার একটি আইফোন হারিয়েছে এবং এজন্য আমাকে সন্দেহ করে ক্ষতিপূরণ চায়। আমি অস্বীকার করলে আমাকে মারধর করে আটকে রাখে।”

বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সুকুমারকে উদ্ধার করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি অপহরণ না কি অন্য কিছু, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”

হৃদয়ও বহিরাগত বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর । তিনি বলেন, দুজনেই বহিরাগত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উদয় এবং জনির বিরুদ্ধে শাহবাগ থানায় অপহরণের মামলা হয়েছে।