রাবির তিন হলে অভিযান, আটক ৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তিনটি হলে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 04:10 AM
Updated : 1 Nov 2014, 04:11 AM
শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত শামসুজ্জোহা, জিয়াউর রহমান ও হবিবুর রহমান হলে এ তল্লাশি চালানো হয় বলে জানান মতিহার থানার ওসি আলমগীর হোসেন।  

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতিক আলম, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের সুলতান মাহমুদ, নৃ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আসাদুল্লাহ আল-গালিব, ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শামীম হোসেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এনামুল ইসলাম।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পরিকল্পনা করেছে এমন তথ্যের ভিত্তিতে রাতে হলগুলোতে অভিযান চালানো হয়।

“আটককৃতরা এখন পুলিশের হেফাজতে রয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”