হরতালেও চলবে হাবিপ্রবির ভর্তি পরীক্ষা

জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পূর্ব নির্ধারিত সময়সূচি অনুয়ায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 01:34 PM
Updated : 29 Oct 2014, 01:34 PM
বুধবার বিকালে হাবিপ্রবির ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শাহাদত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা কমিটির সভায় হরতালের মধ্যেও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

"পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।"

এছাড়া আসন বিন্যাসসহ সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.hstu.ac.bd পাওয়া যাবে।

চলতি শিক্ষাবর্ষে হাবিপ্রবির বিভিন্ন অনুষদের এক হাজার ৭৬০ আসনের বিপরীতে ৫৭ হাজার তিনশ ৭৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় রয়েছে।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তিন দিন হরতালের কর্মসূচি দিয়েছে দলটি।

এরমধ্যে প্রথম দফায় হবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় হবে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা।