জাতীয় বিশ্ববিদ্যালয়: সেশন জট দূর করার উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর সেশন জটে পড়তে হবে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 12:09 PM
Updated : 29 Oct 2014, 12:09 PM

বুধবার  বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহকে  নিয়ে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, চলতি বছর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ৬টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে কলেজগুলো পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করবে। এ ব্যাপারে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সরাসরি কোনো যোগাযোগ হবে না।

পরীক্ষার বিষয়ে তিনি জানান, পরীক্ষার প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্রসহ যাতীয় সামগ্রী বিতরণ করবে আঞ্চলিক কেন্দ্রসমূহ। সংশ্লিষ্টরা সেখান থেকে এগুলো সংগ্রহ করবেন।

পরীক্ষকগণ উত্তরপত্র গ্রহণও করবেন এই আঞ্চলিক কেন্দ্র থেকে। মূল্যায়নের পর নম্বরফর্দসহ আবার জমাও দেবেন আঞ্চলিক কেন্দ্র।

পরে আঞ্চলিক কেন্দ্র থেকে চূড়ান্ত ফল তৈরি করে তা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

এর ফলে পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রীতার অবসান ঘটবে বলে জানান উপাচার্য।

এছাড়া শুধু স্নাতক (সম্মান) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের বেলায় ২য় ও তৃতীয় পরীক্ষক বাদ দিয়ে শুধু প্রধান পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। 

সভায় আরও উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক)  অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার  মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান,  তথ্যপ্রযুক্তি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, প্রকৌশল ও পরিবহন পরিচালক মো. আবু হানিফ ও আঞ্চলিক কেন্দ্র পরিচালন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মু. আখতারুজ্জামান।