চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘ডি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 07:04 AM
Updated : 28 Oct 2014, 07:04 AM
মঙ্গলবার ভোর ৫টায় ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানান ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৮৭৭ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ২৬ হাজার ১৩৮ জন শিক্ষার্থী।

পরীক্ষায় পাসের হার ২০ দশমিক ৪৩ শতাংশ জানিয়ে আকবর হোছাইন বলেন, “এর মধ্যে পাস করেছে ৫ হাজার ৩৪০ জন।”

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে বলেও জানান আকবর। 

এ অনুষদের অধীনে আছে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ব, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

মোট ৩০ হাজার ৮৬১ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসিতে মানবিক শিক্ষার্থীদের মধ্যে ভর্তি পরীক্ষায় ৯৪ থেকে ৬৮ দশমিক ৭৫ প্রাপ্ত  ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের মধ্যে ৯৩ দশমিক ৭৫ থেকে ৭৮ দশমিক ৫০ প্রাপ্তদের সাক্ষাৎকার ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ৯০ দশমিক ২৫ থেকে ৭২ দশমিক ৩০ প্রাপ্তদের সাক্ষাৎকার ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।