সহকারী প্রক্টর লাঞ্ছিত, শাবির ৪ শিক্ষার্থী বহিষ্কৃত

সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 03:56 PM
Updated : 21 Oct 2014, 03:56 PM

বহিষ্কৃতরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী চতুর্থ বর্ষের মেহেদী হাসান, ফুড ইজ্ঞিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের আরিফুল হক সনি, সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের নজরুল ইসলাম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খলিলুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হিমাদ্রী শেখর রায় জানান, গত শনিবার সন্ধ্যায় ফুডকোর্টের সামনে সনি, মেহেদী, নজরুল, খলিলসহ কয়েকজন নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়লে তাদের থামাতে যান সহকারী প্রক্টর মিরাজুল ইসলাম।

এ সময় অভিযুক্তদের আঘাতে মিরাজুল ইসলাম মাটিতে পড়ে গেলে তার পা কেটে যায়।  

“শিক্ষককে লাঞ্ছিত করা এবং আগের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সুপারিশে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।”

এছাড়াও বহিষ্কৃতদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে বলে জানান প্রক্টর।

এর আগে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় মেহেদী হাসান ও আরিফুল হক সনিকে হল থেকে বহিষ্কার করা হয়েছিল।