আন্দোলনের মধ্যে চট্টগ্রাম নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

‘ফল বিপর্যয়ের পর’ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চট্টগ্রাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 03:04 PM
Updated : 21 Oct 2014, 03:04 PM

মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা নিয়ম শৃঙ্খলা মানছে না। শৃঙ্খলা রক্ষা করতেই কলেজ বন্ধের ঘোষণা দিতে বাধ্য হয়েছি। অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা শৃঙ্খলা মানলে তবেই কলেজ খোলা হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, গত প্রায় চার বছর ধরেই কলেজের শিক্ষার্থীদের ফল খারাপ হচ্ছে। এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে বারবার আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

“বাধ্য হয়েই আমরা আন্দোলনে গিয়েছি। কলেজ বন্ধ ঘোষণার বিষয়ে শিক্ষার্থীরা কিছুই ‍জানে না। পরীক্ষার ফল নিয়ে আলোচনার কথা থাকলেও হয়নি।”

গত সোমবার কলেজের চার বর্ষের ফল প্রকাশ হয়। প্রতিবারের মতো এবারও ফল খারাপ হয়েছে। প্রথম বর্ষের ৮৩ জনের মধ্যে ৩০ জন, দ্বিতীয় বর্ষের ৪৩ জনের মধ্যে ৩২ জন, তৃতীয় বর্ষের ৭৯ জনের মধ্যে ৩৬ জন এবং চতুর্থ বর্ষের ৫২ জনের মধ্যে ১৯ জন পাস করেছেন।

ফল ঘোষণার পর ওই দিন বিকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ‍হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শহীদুল গণি গিয়ে কলেজ অধ্যক্ষ হোসনে আরা বেগমকে মুক্ত করেন।