রুয়েটের চতুর্থ সমাবর্তন ১৮ নভেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 03:27 PM
Updated : 2 Oct 2014, 03:27 PM
বৃহস্পতিবার রুয়েটের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোর্তুজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও আচার‌্য আবদুল হামিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ (৩ সিরিজ) হতে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ (৮ সিরিজ) পর্যন্ত এবং স্নাতকোত্তর শ্রেণির (এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং এমফিল, পিএইচডি) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে সমাবর্তনে সনদ দেয়া হবে।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd)  থেকে নির্ধারিত ছক সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যসহ নিবন্ধন করতে হবে।

সমাবর্তনের বিস্তারিত কর্মসূচি সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।