ঢাবি ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণ ১৬%

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণির ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, যাতে মাত্র ১৬ শতাংশ উত্তীর্ণ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 09:06 AM
Updated : 29 Sept 2014, 11:39 AM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল ঘোষণা করেন।

গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিভাগ পরিবর্তনের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নেন।

এর মধ্য থেকে ১৪ হাজার ৪৩২ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় পাসের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।

এখন উত্তীর্ণ এই শিক্ষার্থীদের মধ্য থেকে এক হাজার ৪১৬টি আসনে ভর্তি করা হবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Gha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্র ৯ শতাংশ শিক্ষার্থী পাস করে। ওই পরীক্ষায় ‘খ’ ইউনিটের অধীন কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগে ভর্তির যোগ্য মাত্র দুজন শিক্ষার্থী পাওয়া যায়।

ওই ফল প্রকাশের পর বিভিন্ন মহল থেকে শিক্ষার মান নিয়ে সমালোচনা হয়। 

এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ওই ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ।

শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে ‘এই ধরনের পরীক্ষা’ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।