জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টার অভিযোগে নাটোর থেকে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

জাবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 10:19 AM
Updated : 23 Sept 2014, 10:19 AM

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইনামুল হক জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) পরীক্ষা চলাকালে শারীরিক শিক্ষা ভবন থেকে ওই ভর্তিচ্ছুকে আটক করা হয়।

ওই শিক্ষার্থীর নাম- মো. ফরহাদ হোসেন, বাড়ি নাটোরের গুরুদাসপুরে।

সহকারী প্রক্টর বলেন, “সে পরীক্ষার হলে ১৫ মিনিট পরে প্রবেশ করে সন্দেহজনক আচরণ করে। পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে তার পায়ের মোজার মধ্যে থেকে মোবাইল ফোন পাওয়া যায়। সে দৌড়ে পালাতে চাইলে বিএনসিসির সহায়তায় তাকে আটক করা হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে জিজ্ঞাসাবাদের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।”