জগন্নাথের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মানবিক অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 01:29 PM
Updated : 21 Sept 2014, 01:44 PM

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক অনুষদের ৭১০টি আসনের বিপরীতে ৯ হাজার ৭ শত ৬৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

এর মধ্যে মানবিকে ৪৯০টি আসনের বিপরীতে ৬ হাজার ৮১৭ জন, বিজ্ঞানে ১৪৫টি আসনের বিপরীতে একহাজার ৭৫৪ জনকে এবং বাণিজ্যে ৭৫টি আসনের বিপরীতে একহাজার ১৯৬ জনকে মনোনীত করা হবে।

মেধাতালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকাসাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

এবছর ‘বি’ ইউনিটে ৫০ হাজার ৫৬৫ জন আবেদনকারীর মধ্যে ৪৬ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।