রাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 04:23 PM
Updated : 17 Sept 2014, 04:24 PM

বুধবার সন্ধ্যায় এই সময়সূচি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির সচিব অধ্যাপক এন্তাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবার আটটি অনুষদের ৮ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।  

এবার জোড়-বিড়োজ ক্রমিকে দু্ই শিফটে পরীক্ষা হবে।

১৯ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের বিজোড় রোলধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের জোড় রোলের, একই দিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘সি’ ইউনিট বিজোড় রোলধারীদের, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ‘সি’ ইউনিট জোড় রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একইভাবে ২০ অক্টোবর ‘এফ’ ইউনিট, ২১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ‘ই’ ইউনিট, এবং ২২ অক্টোবর ‘বি’ ইউনিট ও ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রত্যেক ক্ষেত্রে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিজোড় রোল এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জোড় রোলধারীদের পরীক্ষা হবে।

শুধু ‘জি’ ইউনিটের সকল রোলধারীদের পরীক্ষা হবে ২০ অক্টোবর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd পাওয়া যাবে।