চবি হলে বোমা: পুলিশের দুই মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ের তিনটি হল থেকে অস্ত্র ও পেট্রোলবোমা উদ্ধারের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 08:41 AM
Updated : 17 Sept 2014, 08:41 AM

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, মঙ্গলবার গভীর রাতে করা দুই মামলায় তিন হলের শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।

এরাসহ ১০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলাটিতে। সব আসামিই শিবিরের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের অভিযানে শহীদ আব্দুর রব হলের ১৫টি কক্ষ থেকে ১৮টি পেট্রোলবোমা, রাম দা, লোহার রড ও পাথর, আলাউল হলে তিনিটি চাপাতি এবং ছাদ থেকে এক বস্তা পাথর উদ্ধার হয়।   

এছাড়া সোমবার রাতে এফ রহমান হলে অভিযান চালিয়ে নয়টি রাম দা, কেরোসিন, বোতল, পাথর উদ্ধার করে পুলিশ।

ওসি ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুর রব হলে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ও রহমান হলের ঘটনায় এসআই আরিফুজ্জামান বাদী হয়ে মামলা দুটি করেন।”

গত ১০ সেপ্টেম্বর ছড়ারকুল এলাকায় শিক্ষকবাসে শিবিরের বোমা হামলার পর থেকেই বিভিন্ন হলে টানা তল্লাশি করছে পুলিশ।