জাহাঙ্গীরনগরে ভর্তিযুদ্ধ শুরু বুধবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বুধবার।

জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 04:53 PM
Updated : 16 Sept 2014, 04:53 PM
প্রথম দিন সকাল ৯টা থেকে পাঁচটি পালায় ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের) পরীক্ষা হবে বলে জানিয়েছেন ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী।

তিনি বলেন, “ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এসএমএস ছাড়াও অ্যান্ড্রয়েডনিরভর মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপ থেকে জানা যাবে।”

ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রে ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের এক হাজার ৯৪৩টি আসনের বিপরীতে এক লাখ ৯৬ হাজার ৩২৪টি আবেদন জমা পড়ে।

ভর্তি সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাচ্ছে। এছাড়া এ ওয়েবসাইট থেকে বিনা খরচে ডাউনলোড করা যাচ্ছে ভর্তি তথ্যের (www.juniv.edu/juapps) অ্যাপ ।