জবির ‘এ’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) এবং চারুকলা, সঙ্গীত নাট্যকলা বিভাগের (ই ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 05:08 PM
Updated : 15 Sept 2014, 05:08 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘এ’ ইউনিটে ৭৯০টি আসনের বিপরীতে ১৬ হাজার ৯০০ জন পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে ‘ই’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ২৭৮ জন পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ‘ই’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ব্যবহারিক ভর্তি পরীক্ষা ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট বিভাগীয় অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক ভর্তি পরীক্ষার সময় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড এবং ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।