র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় জাবির প্রতিবন্ধী ছাত্রকে মারধর

র‌্যাগিংয়ের প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে পিটিয়েছে একই বিভাগের কনিষ্ঠ শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 04:01 PM
Updated : 14 Sept 2014, 04:16 PM
গুরুতর আহত আশরাফুল ইসলাম পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সহকারী প্রক্টর শিকদার মোহাম্মদ জুলকারনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে র‌্যাগ দেয় একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাউছার আহমেদ অভি। আশরাফুল ইসলাম এর প্রতিবাদ করায় তার সঙ্গে কথা কাটাকাটি হয়।

“রোববার আশরাফুলকে একা পেয়ে রড ও লাঠি দিয়ে পেটায় কাউছার আহমেদ অভির নেতৃত্বে ১০ জন।”

প্রক্টর অধ্যাপক তপন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আহতের বন্ধুদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগের ভিত্তিতে আমরা জড়িতদের বিরুদ্ধে শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেব।”

আহত আশরাফুলকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সহকারী মেডিকেল অফিসার ডা. তৌহিদ হাসান শাহ্ চৌধুরী বলেন, “শরীরে আঘাত বেশি থাকায় তাকে এনাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।”

কাউছার আহমেদ অভি শহীদ রফিক জব্বার হলে ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছেন।

এবিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা বিভাগের অভ্যন্তরীণ সমস্যার কারণে হয়েছে। তবে এতে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”