জবিতে প্রতি আসনের জন্য লড়বে ৮২ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুই হাজার ৭৬০টি আসনের বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৯৫৯টি আবেদন জমা পড়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 04:21 PM
Updated : 1 Sept 2014, 04:21 PM
সে হিসেবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘এ’ ইউনিটে ৭৯০টি আসনে ৬১ হাজার ৪৫৯, ‘বি’ ইউনিটে ৭১০টি আসনে ৫০ হাজার ৫৫১, ‘সি’ ইউনিটে ৬২০টি আসনে ৪৫ হাজার ৫৩২, ‘ডি’ ইউনিটে ৫৪০টি আসনে ৬৫ হাজার ৯৬১ এবং ‘ই’ ইউনিটে ১০০টি আসনে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী অংশ নেবেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায়।

পরীক্ষা চলার সময় পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং প্রোগ্রাম করা যায় এমন ক্যালকুলেটর নিষিদ্ধ করেছে ভর্তি কমিটি।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd)  পাওয়া যাবে।