ডিন্স অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ১৮ শিক্ষক-শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ১৪ শিক্ষার্থী ও চার শিক্ষক ডিন্স অ্যাওয়ার্ড পেয়েছেন।

ঢাকা বিশ্বদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 03:30 PM
Updated : 26 August 2014, 03:43 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম মোহাম্মদ ভূইঞা, রসায়ন বিভাগের অধ্যাপক আফতাব আলী শেখ, পরিসংখ্যান, গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হাসিনুর রহমান খান এবং গণিত বিভাগের প্রভাষক জাভীদ ইকবাল বাঙালী।

শিক্ষার্থীরা হলেন- জ্যোতিপ্রকাশ বিশ্বাস (পদার্থ), ফারহানা আহমেদ সিমি, শিরিন প্রভাত, জাকির হুসাইন, সজল চক্রবর্তী ও মো: আরাফাতুর রহমান (গণিত), মো. আতাউর রহমান (রসায়ন), শাহনাজ নীলিমা, শারমিন আকতার, কামরুন নাহার কেয়া, রেহানা আকতার ও কাঞ্চন কুমার সেন (পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান) এবং আজমেরী জামান ও হুমায়রা ইসলাম (পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট)।