মেডিকেল ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৪ অক্টোবর পরীক্ষা নেয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 08:52 AM
Updated : 20 August 2014, 10:40 AM

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন ) এ বি এম আবদুল  হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে মন্ত্রণালয়ে এক বৈঠকে পরীক্ষার এই তারিখ ঠিক করা হয়। 

তিনি বলেন, “২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের সব পাবলিক ও প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে পরীক্ষা হবে।”

এবার সারা দেশে ২২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি।

বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।

স্বাস্থ্য অধিদপ্তর আগেই জানিয়েছিল, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে। এ বছর থেকেই এ নিয়ম কার্যকর হবে।

এছাড়া ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে দেশের মেডিকেল কলেজগুলোতে কোনো ভর্তি পরীক্ষা ছিল না। ভর্তি পরীক্ষা নেয়া শুরু হয় ১৯৮০’র দশকে।

বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।

এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।

এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।