৫৬ বছর বয়সে এইচএসসি পাশ

মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা জীবন থেকে ছিটকে পড়ার দীর্ঘ ৪০ বছর পর এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গার এক প্রাথমিক শিক্ষক।

চুয়াডাঙ্গা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2014, 11:03 AM
Updated : 14 August 2014, 12:05 PM

এ বছরের এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ রইচ উদ্দীন (৫৬) আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মৃত ইয়াজদ্দিন মণ্ডলের ছেলে।

তিনি ওই কুলপালা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭৪ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়েন রইচ উদ্দিন। এলাকাবাসীর সহযোগিতায় গ্রামে প্রাথমিক বিদ্যালয় খুলে সেখানেই শিক্ষকতা করতেন তিনি। বর্তমান সরকার বিদ্যালয়টি জাতীয়করণ করার পর তিনি এইচএসসি পরীক্ষা অংশ নেয়ার সিদ্ধান্ত নেন।

“প্রায় ৪০ বছর পর নিয়মিত ছাত্রদের সঙ্গে অনিয়মিত হিসেবে পরীক্ষা দিয়ে জিপিএ ৪ দশমিক ৬ শূন্য পেয়ে উত্তীর্ণ হয়েছেন রইচ উদ্দীন।”