নটরডেমে ভর্তি পরীক্ষা ৬ ও ৭ জুন

উচ্চ আদালতের আদেশে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জটিলতা দূর হওয়ার পর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে রাজধানীর নটরডেম কলেজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2014, 05:44 PM
Updated : 28 May 2014, 05:44 PM

আগামী ৬ ও ৭ জুন ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও।

তিনি জানান, এবার দুই হাজার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত ১২০ টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজ্ঞান, শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এবং রোব ও সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বিভাগের ফরম বিতরণ ও জমা নেয়া হবে।

আবেদনের জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫, বাণিজ্যে জিপিএ-৪ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৩ দশমিক ২৫ থাকতে হবে।

আগামী ৫ জুন ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এ বছর নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে দেড় হাজার, মানবিক বিভাগে ৪০০ এবং বাণিজ্য বিভাগে ৭০০ শিক্ষার্থী ভর্তি করানো হবে।

দেশের সব কলেজে ২৮ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্ক্রম শুরু হয়েছে। এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তবে গত দুই বছর আদালতের রায় নিয়ে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে নটরডেম কলেজ।

ফাদার হেমন্ত পিউস রোজারিওর করা একটি রিট আবেদনের শুনানি করে বুধবার হাই কোর্ট ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির বিধান করে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন নটর ডেম কলেজের ক্ষেত্রে স্থগিত করে।