ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় হচ্ছে বাংলাদেশ স্ট্যাডিজ সেন্টার

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে বাংলা ভাষা শিক্ষার নিয়মিত কোর্স চালুর পর এবার গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ স্ট্যাডিজ সেন্টার।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2014, 04:44 PM
Updated : 1 May 2014, 04:44 PM

আগামী সেপ্টেম্বরেই ‘চৌধুরী সেন্টার অন বাংলাদেশ স্টাডিজ’র আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে উদ্যোক্তারা জানিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নতুন গতি আসবে বলে আশা তাদের।

এই সেন্টারের জন্য তহবিল সংগ্রহে ফেইসবুকে একটি বার্তা পেয়ে তাতে সাড়া দেন লসএঞ্জেলেসে বসবাসরত উচ্চ পর্যায়ের বাংলাদেশি কর্মকর্তা সুবীর চৌধুরী। মিলিয়ন ডলারের বেশি সহায়তা দেয়ায় তার নামেই এই সেন্টার করার সিদ্ধান্ত হয়।

বার্কলের ভিজিটিং স্কলার ও জ্বালানি বিশেষজ্ঞ আহমেদ বদরুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের উদ্যোগে ২০০৪ সালে প্রথম বাংলা কোর্স চালু করা হয়।

সম্প্রতি বাংলাদেশ স্ট্যাডিজ সেন্টার চালুর উদ্যোগ নেয়ায় তাতে সাড়া দিয়ে ১০ লাখ ডলার দেন সুবীর চৌধুরী।

এই সেন্টার স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এর উদ্বোধন করা হবে।

বাংলাদেশি বংশোদ্ভূত ড. সঞ্চিতা বি সাক্সেনা এই সেন্টারের পরিচালক হবেন।