বাকৃবির ক্লাস শুরুর সিদ্ধান্ত শিক্ষকদের

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজ সাদ হত্যাকাণ্ডের পর বন্ধ হওয়া ক্লাস বুধবার আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 10:53 AM
Updated : 15 April 2014, 05:45 PM

মঙ্গলবার সমিতির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে সভাপতি অধ্যাপক লুৎফুল হাসান নিশ্চিত করেন।

সকাল ১০টায় শুরু হয়ে সভাটি শেষ হয় বিকাল ৪টায়।

সভা থেকে বের হয়ে অধ্যাপক লুৎফুল হাসান সাংবাদিকদের বলেন, আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকাংশ দাবি পূরণ হওয়ায় এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টের পদত্যাগ
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল খালেক জানান, সাদ হত্যার ঘটনায় মঙ্গলবার ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সুলতান উদ্দিন ভুইয়া ও আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক রফিকুল ইসলাম পদত্যাগ করেছেন।
তিনি বলেন, ছাত্র বিষয়ক উপদেষ্টার পদত্যাগপত্র জমা দেয়ার কিছুক্ষণ পরই প্রভোস্ট পদত্যাগপত্র জমা দেন।

গত ৩১ মার্চ রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মোরশেদুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুলের অনুসারীদের সংঘর্ষে আহত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ সাদ। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়।