ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ধর্মঘট

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের মুক্তি দাবিতে দুই দিনের ধর্মঘট চলছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2014, 09:56 AM
Updated : 12 April 2014, 09:56 AM

ধর্মঘটের প্রথম দিন শনিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে ধর্মঘচীরা।

তবে পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি ক্যাম্পাসে পৌছালেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

তবে ধর্মঘটের ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে বিপরীত তথ্য দিয়ে ছাত্রদল ও কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের দাবি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বলেন, “অবৈধ ধর্মঘট না মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে।”

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ১৯ জানুয়ারী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে ছাত্রদল নেতা রাশিদুলকে পুলিশ গ্রেপ্তার করে কারগারে পাঠায়।

তার মুক্তির দাবিতে আণ্দোলন করে আসছে তার দল।