এইচএসসি পরীক্ষার সূচি সংশোধন

শিক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2012, 07:01 AM
Updated : 27 Feb 2012, 07:01 AM
ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পরীক্ষা যথাক্রমে আগামী ১৭ ও ২০ মে অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত।
গত ১৬ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়। এর পর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সূচি পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে। দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা।
সূচি অনুযায়ী, ২৩ মে থেকে ৬ জুনের মধ্যে এইচএসসির সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না। তবে সাধারণ সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৯০২ ঘ.